Friday, August 29, 2025
Homeবিনোদনগোপনে বান্ধবীকে বিয়ে করলেন ‘টোয়াইলাইট’ খ্যাত নায়িকা ক্রিস্টেন স্টুয়ার্ট

গোপনে বান্ধবীকে বিয়ে করলেন ‘টোয়াইলাইট’ খ্যাত নায়িকা ক্রিস্টেন স্টুয়ার্ট

ওয়েব ডেস্ক: দীর্ঘদিনের প্রেমিকাকে গোপনে বিয়ে করলেন ‘টুয়াইলাইট'(Twilight)খ্যাত হলিউড নায়িকা ক্রিস্টেন  স্টুয়ার্ট(Kristen Stewart)। এক হলেন সমকামী যুগল। কয়েকদিন আগেই আইনত বিবাহ(Married) করলেও গোপন রেখেছিলেন এই বিয়ের খবর ক্রিস্টেন ও ডিলান মায়ার(Dylan Meyer)। গতকাল রবিবার লস এঞ্জেলসের নিজের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন ক্রিস্টেন। বলা যায় অনারম্বর বিয়ে সারলেন এই সমকামী যুগল। ২০২১ সালে তারা বাগদান সেরেছিলেন। একটি মার্কিন গসিপ সাইটে এই খবর প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন:সবুজ মনোকিনিতে অবিবাহিত আমিশাকে দেখে ভক্তরা বলছে ‘অন্তঃসত্ত্বা’! কেন?

প্রসঙ্গত, মার্কিন লেখক চিত্রনাট্যকার পরিচালক নিকোলাস মায়ার কন্যা ডিলান মায়ার। দিলাম নিজেও একজন চিত্রনাট্যকার এবং প্রযোজক। অন্যদিকে ২০১১ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় হলিউড ছবি ‘টুয়াইলাইট’- এ দুটি ভেজে অভিনয় করেছিলেন ক্রিস্টেন স্টুয়ার্ট ও রবার্ট প্যাটিনসন। তার আগে থেকেই এই দুজন সম্পর্কে জড়ালেও পরবর্তীকালে তা ভেঙে যায়।
৩৫ বছর বয়সী ক্রিস্টেন স্টুয়ার্টর প্রেমিকা ডিলানের বয়স ৩৭ বছর। বিয়ের জন্য ক্রিস্টেন বেছে নিয়েছিলেন ছাই রঙের একটি পোশাক। খোলা চুলেই এসেছিলেন বাসরে। অন্য দিকে ডিলান বেছে নিয়েছিলেন সাদা রঙের ছোট একটি পোশাক।

Read More

Latest News